হাউস কিপিংঃ

বিদেশে চাকরির জন্য হাউস কিপিং (Housekeeping) কোর্সটি খুবই জনপ্রিয়। আমাদের প্রতিষ্ঠান অনেকদিন ধরেই এই কোর্সটি সম্মানের সাথে পরিচালনা করছে।

 

বিদেশে গমন ইচ্ছুক নারী কর্মীদের জন্য: এটি ২১ দিনের একটি নিবিড় আবাসিক প্রশিক্ষণ। যারা বিশেষ করে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে হাউসকিপিং পেশায় যেতে চান, তাদের জন্য এটি বাধ্যতামূলক।

 

কী কী শেখানো হয় (আধুনিক সিলেবাস অনুযায়ী) আধুনিক হোটেলের চাহিদা অনুযায়ী এখন প্রশিক্ষণে নিম্নলিখিত বিষয়গুলো যুক্ত করা হয়েছে:

  • বেড মেকিং রুম ডেকোরেশন: স্ট্যান্ডার্ড এবং লাক্সারি পদ্ধতিতে বিছানা গোছানো এবং কক্ষ সজ্জা।
  • কেমিক্যাল ইকুইপমেন্ট: আধুনিক ক্লিনিং এজেন্ট (যেমন: R1, R2, R6) এবং মেশিন (ভ্যাকুয়াম ক্লিনার, বাফিং মেশিন) ব্যবহার।
  • লন্ড্রি ম্যানেজমেন্ট: গেস্টের কাপড় ধোয়া, ইস্ত্রি করা এবং ফোল্ডিং পদ্ধতি।
  • পেশাদার শিষ্টাচার: গেস্টের সাথে কথা বলার ইংরেজি ও আন্তর্জাতিক আদব-কায়দা।
  • স্বাস্থ্যবিধি নিরাপত্তা (HSE): কাজ করার সময় নিজের সুরক্ষা এবং ফায়ার সেফটি ট্রেনিং।

 

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শরীয়তপুর এ ASSET তিন মাস ব্যাপী কোর্সে ফেব্রুয়ারি-এপ্রিল সেশনে ভর্তি চলিতেছে !!! ট্রেডসমূহঃ আইটি সাপোর্ট সার্ভিস, কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স,ওভেন সুইং মেশিন অপারেশন,অটোমেটিভ মেকানিক্স...