Takamol কোর্স

বিদেশ গমনেচ্ছুদের জন্য Takamol ট্রেনিং:

 

শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সৌদি আরবগামী কর্মীদের দক্ষতার মান যাচাইয়ের জন্য তাকামল (Takamol) বা ‘স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম’ পরিচালিত হয় । এই প্রোগ্রামের মাধ্যমে ক্লিনিং, লোড-আনলোড -সহ বিভিন্ন ট্রেডের কর্মীদের তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়, যা সৌদি আরবে কাজের ভিসা পাওয়ার জন্য বর্তমানে অত্যন্ত জরুরি । মূলত বিদেশের কর্মক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের গ্রহণযোগ্যতা ও দক্ষতা নিশ্চিত করতেই এই বিশেষ প্রশিক্ষণ ও পরীক্ষা ব্যবস্থা কাজ করে ।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শরীয়তপুর এ ASSET তিন মাস ব্যাপী কোর্সে ফেব্রুয়ারি-এপ্রিল সেশনে ভর্তি চলিতেছে !!! ট্রেডসমূহঃ আইটি সাপোর্ট সার্ভিস, কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স,ওভেন সুইং মেশিন অপারেশন,অটোমেটিভ মেকানিক্স...